Ridge Bangla

বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জয়া আহসান

তিন দশকের বেশি সময় ধরে অভিনয়ে সুনামের সঙ্গে কাজ করে চলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রায়হান রাফীর ‘তাণ্ডব’ এবং তানিম নূরের ‘উৎসব’-এর পর বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার নতুন বাংলা ছবি ‘ডিয়ার মা’-এর মুক্তি নিয়ে, যা ১৮ জুলাই ভারতের কলকাতায় প্রেক্ষাগৃহে আসছে।

এই ব্যস্ত সময়েও সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও বিয়ে নিয়ে অকপট মতামত দিয়েছেন জয়া।

সম্পর্কের বর্তমান বাস্তবতা নিয়ে জয়া বলেন,

“এখন তো কেউ আর রিলেশনশিপে যায় না! সিচুয়েশনশিপ, ফ্রেন্ডস উইথ বেনিফিটস এসব আছে, কিন্তু আসল সম্পর্কটাই যেন হারিয়ে গেছে।”

বিয়ে প্রসঙ্গে তিনি বলেন,

“বিয়ে এখন যেন ‘ওল্ড স্কুল’ একটা ধারণা হয়ে গেছে। তবে আমি বিশ্বাস করি, পৃথিবীতে যত মানুষ, তত রকম সম্পর্ক। একেকটি সম্পর্ক একেকভাবে আমাদের গড়ে তোলে। আমার ফেলে আসা প্রতিটি সম্পর্কই আজকের ‘আমাকে’ তৈরি করেছে। ভুল হলেও সেটা নিজের, সেটা স্বীকার করেই সামনে এগোতে হয়।”

ভবিষ্যতে বিয়ে করার ইচ্ছা প্রসঙ্গে জয়া বলেন,

“আমি কখনো কিছু আগেভাগে পরিকল্পনা করি না। যদি মনে হয়, সিঙ্গেল থেকে ডাবল হওয়া দরকার, তখন চিন্তা করব। আপাতত আমি খুব ভালো আছি, শান্তিতে আছি। এখন বিয়ের কোনো চিন্তা নেই।”

অভিনয়েই এখন তার প্রধান মনোযোগ জানিয়ে জয়া আরও বলেন, “ব্যক্তিগত শান্তিই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন