Ridge Bangla

‘ফোর্স’-এর শুটিং সেটেই কি বিয়ে হয়েছিল জন ও জেনেলিয়ার

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের আলোচিত অ্যাকশন থ্রিলার ‘ফোর্স’ শুধু জন আব্রাহাম ও জেনেলিয়া ডি’সুজার রসায়নের জন্য নয়, বরং একটি অদ্ভুত গুজবের জন্যও দীর্ঘদিন ধরে আলোচনা ছিল। গুজবটি ছিল—সিনেমার একটি বিয়ের দৃশ্যে নাকি প্রকৃত পুরোহিত ডেকে আসল মন্ত্রপাঠ, মালা ও মঙ্গলসূত্র ব্যবহার করে সত্যিকারের বিয়ে সম্পন্ন হয়েছিল এই দুই অভিনেতার!

গুজবটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে বলিউডে বহুদিন ধরে প্রচার ছিল—‘ফোর্স’-এর সেটেই নাকি জন-জেনেলিয়ার বিয়ে হয়ে গেছে। এক যুগ ধরে চলা এই গল্প অবশেষে থামালেন জেনেলিয়া নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে এই প্রসঙ্গে জেনেলিয়া বলেন,

“ধুর! এটা একেবারে ভিত্তিহীন। কোনো বিয়ে হয়নি আমাদের। এটা পুরোপুরি বানানো গল্প।”

তিনি আরও বলেন,

“এই গুজব ছড়িয়েছিল মূলত ছবির প্রচার নিয়ে কাজ করা কিছু লোকজন। তারা কেন এমন করেছিল, সেটা তারাই ভালো বলতে পারবে। তবে এই গল্পে আমাদের কারোর হাত ছিল না।”

জেনেলিয়া দাবি করেন,

“এটা একদম মনগড়া প্রচারণা। এতে আমাদের ব্যক্তিগত জীবনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না।”

প্রসঙ্গত, জেনেলিয়া ২০১২ সালে অভিনেতা রিতেশ দেশমুখকে বিয়ে করেন এবং এই দম্পতির দুটি সন্তান রয়েছে। অপরদিকে, জন আব্রাহাম প্রিয়া রুনচালকে বিয়ে করেছেন।

জেনেলিয়ার এই বক্তব্যের মাধ্যমে এক দশক পুরনো আলোচিত গুজবের অবসান হলো অনেকটাই। আবারও প্রমাণিত হলো, বলিউডে অনেক সময় সিনেমার বাইরের গল্পই হয়ে ওঠে সিনেমার চেয়েও নাটকীয়!

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন