নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এখন শুধু রুপালি পর্দার তারকা নন—ব্যবসায়ী হিসেবেও তার নতুন পরিচয় যুক্ত হয়েছে। রেস্তোরাঁ পরিচালনার পর এবার তিনি নাম লিখিয়েছেন আমের ব্যবসায়। ‘মাটির কোলে’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফরমালিনমুক্ত আম সরাসরি ভোক্তাদের ঘরে পৌঁছে দিচ্ছেন তিনি।
সম্প্রতি এক ভিডিওবার্তায় ওমর সানী বলেন, “আমাদের দেশের আমের যে স্বাদ ও গুণমান, তা বিশ্বের কোথাও নেই। আমরা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে সরাসরি ফরমালিনমুক্ত কাঁচা ও পাকা আম গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছি।” ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন অর্ডার করতে, কেউ কেউ দাম নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কেউ জানতে চেয়েছেন পণ্য ফেরতের নীতিমালা।
এখন পর্যন্ত এই বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা না দিলেও, তার উদ্যোগকে বহু নেটিজেন প্রশংসা করেছেন—বিশেষ করে একজন তারকার এমন গ্রামীণ কৃষিপণ্য-ভিত্তিক উদ্যোগকে।
এই পদক্ষেপ শুধু একটি ব্যবসায়িক দৃষ্টান্ত নয়, বরং একটি সামাজিক দৃষ্টিভঙ্গিও। সরাসরি কৃষকের কাছ থেকে গ্রাহকের ঘরে আম পৌঁছে দেওয়ার মাধ্যমে চাষি ও ভোক্তা—দুই পক্ষই লাভবান হচ্ছেন।
ওমর সানীর এই নতুন যাত্রা হতে পারে অন্যান্য তারকাদের জন্যও অনুপ্রেরণা। চলচ্চিত্র জগত থেকে বেরিয়ে দেশীয় কৃষিপণ্যের বাজারে তার পদচারণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন, এটিই হতে পারে তার দ্বিতীয় ইনিংসের সাফল্যের গল্প।