ছোট পর্দার পরিচিত মুখ মন্দিরা চক্রবর্তী এখন নিজেকে প্রতিষ্ঠিত করছেন রূপালি পর্দায়। ‘কাজল রেখা’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর ঈদে মুক্তি পাওয়া ‘নীলচক্র’ সিনেমার মাধ্যমে আরও বেশি আলোচনায় আসেন তিনি। আরিফিন শুভর বিপরীতে তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচকদের কাছে, যদিও সিনেমাটি বক্স অফিসে ঈদের অন্যান্য ছবির মতো সাফল্য পায়নি।
সম্প্রতি এক আলোচনায় মন্দিরা জানান, তার কাছে গল্প ও চরিত্রের গুরুত্ব সবচেয়ে বেশি। পারিশ্রমিক নয়, অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়াই তার লক্ষ্য। মন্দিরা বলেন,
“নবাগত হিসেবে ‘কাজল রেখা’ থেকে যে ভালোবাসা ও প্রশংসা পেয়েছি, তাতে আমি অভিভূত। এরপর ‘নীলচক্র’-এর প্রতিক্রিয়াও আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে।”
তিনি আরও বলেন,
“আমি চাই, এমন কাজ করতে যেখানে গল্পটা বলার মতো হবে আর চরিত্রটা অভিনয়ের চ্যালেঞ্জ তৈরি করবে। শিল্পীর সম্মানির গুরুত্ব থাকলেও আমার কাছে মানসম্মত কাজই প্রধান।”
মন্দিরা জানালেন, এখন থেকে তিনি বেছে বেছে কাজ করতে চান, যেখানে নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে তুলে ধরতে পারবেন। তার মতে, একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি হলো নিজের সময়টাকে ভালো গল্পে ও ভালো চরিত্রে ব্যয় করা।
শুধু পর্দায় নয়, দর্শকদের প্রতিক্রিয়াও তাকে অনুপ্রাণিত করছে বলে জানান তিনি।
“সহকর্মীদের পোস্ট, দর্শকদের স্ট্যাটাস—সবই আমাকে সাহস দিয়েছে আরও ভালো কিছু করতে,” — যোগ করেন মন্দিরা।
বর্তমানে মন্দিরা চক্রবর্তী ছবির গল্প ও চরিত্রকেই অগ্রাধিকার দিয়ে নতুন পরিকল্পনায় এগোচ্ছেন, যা তাকে বাংলা সিনেমার নতুন প্রজন্মের সম্ভাবনাময় অভিনেত্রীদের কাতারে জায়গা করে দিচ্ছে।