Ridge Bangla

আজও অনন্য নব্বই দশকের সুপারস্টার মৌ

বাংলাদেশের বিনোদন ও ফ্যাশন জগতের এক উজ্জ্বল নাম সাদিয়া ইসলাম মৌ। নব্বই দশকে তিনি হয়ে উঠেছিলেন গ্ল্যামার দুনিয়ার অন্যতম পরিচিত মুখ। মডেল, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী হিসেবে তিন দশকেরও বেশি সময় ধরে নিজের প্রতিভা ও সৌন্দর্য দিয়ে জয় করেছেন অগণিত দর্শকের হৃদয়।

মডেল হিসেবে মৌ তার যাত্রা শুরু করেন ১৯৮৯ সালে। দ্রুতই তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম জনপ্রিয় মুখ। দেশসেরা নানা ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন তিনি। মৌ ও নোবেলের মডেল জুটিকে আজও বাংলাদেশের সবচেয়ে স্মরণীয় ও সফল জুটিগুলোর একটি হিসেবে গণ্য করা হয়। তাদের অনেক বিজ্ঞাপনচিত্র আজও দর্শকের মনে গেঁথে আছে।

মডেলিংয়ের পাশাপাশি মৌ অভিনয়ে সমান জনপ্রিয়। বিভিন্ন নাটকে তার সাবলীল ও সংযত অভিনয় বহুবার প্রশংসিত হয়েছে। যদিও এখন নিয়মিত টিভি পর্দায় দেখা যায় না, বিশেষ উৎসব ও দিবসে মৌ এখনও দর্শকদের মন ছুঁয়ে যান। এবারের ঈদেও তিনি অভিনয় করেছেন বিশেষ নাটক ‘কোনো একদিন’-এ, যেখানে তার বিপরীতে ছিলেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। এই নাটকে তাদের রসায়ন ও অভিনয় দক্ষতা দর্শকের নজর কাড়ে সহজেই।

ব্যক্তিজীবনে মৌ বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। তাদের দুই সন্তান—পুষ্পিতা ও পূর্ণ। দীর্ঘ ক্যারিয়ারে মৌ যেমন নিজের প্রতিভা ও ব্যক্তিত্ব দিয়ে হয়েছেন অনন্য, তেমনি আজও তিনি এক অনুপ্রেরণার নাম। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার তার সৌন্দর্য, স্টাইল এবং পরিণত উপস্থিতি আজও দর্শকদের মোহিত করে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন