Ridge Bangla

আলোকচিত্রী চঞ্চল মাহমুদের মৃত্যু, ফ্যাশন ফটোগ্রাফির এক অধ্যায়ের অবসান

দেশের ফ্যাশন ফটোগ্রাফির অন্যতম পথিকৃৎ চঞ্চল মাহমুদ আর নেই। শুক্রবার (২০ জুন) রাত ৯টার দিকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

চঞ্চল মাহমুদের দীর্ঘদিনের শিষ্য ও সহকর্মী আলোকচিত্রী সাহাদাত পারভেজ জানান, তাঁর কিডনি ও হার্টে দীর্ঘদিন ধরে জটিলতা ছিল। এর আগে তিনি পাঁচবার হার্ট অ্যাটাকের শিকার হন। শুক্রবার রাতে আরও দুবার হার্ট অ্যাটাক হওয়ার পর তাঁকে আর বাঁচানো যায়নি। মোট সাতবার তিনি হার্ট অ্যাটাকের মুখোমুখি হন।

চঞ্চল মাহমুদের জন্ম ১৯৫৯ সালের ১২ মার্চ পাকিস্তানের করাচিতে। তিনি প্রায় ৪৫ বছরের বেশি সময় ধরে পেশাদার আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন। বাংলাদেশের ফ্যাশন ফটোগ্রাফিকে জনপ্রিয় ও পেশাদার একটি শিল্পমাধ্যমে পরিণত করতে তাঁর অবদান অসাধারণ ও স্মরণীয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২১ জুন) যোহরের নামাজের পর বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হতে পারে।

চঞ্চল মাহমুদের মৃত্যুতে দেশের শিল্প, সংস্কৃতি ও আলোকচিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাঁর কর্ম, অবদান ও সৃষ্টিশীলতার কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন