Ridge Bangla

রাকসু নির্বাচনের তফসিলসহ ৯ দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের প্রচার অভিযান

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা এবং বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপসহ ৯ দফা দাবিতে ‘রাবি সংস্কার আন্দোলন’ নামে একটি শিক্ষার্থী সংগঠন প্রচার অভিযানে নেমেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে মমতাজউদ্দিন কলাভবন, বিজয়-২৪ ও জুলাই-৩৬ হলসহ বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে লিফলেট বিতরণ এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন সংগঠনের সদস্যরা। এ কর্মসূচি বুধবার (১৮ জুন) থেকে শুরু হয়েছে এবং চলবে ২৮ জুন পর্যন্ত। দাবি পূরণ না হলে ২৯ জুন থেকে ‘মার্চ ফর আওয়ার রাইটস’ নামে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

‘রাবি সংস্কার আন্দোলন’-এর পক্ষ থেকে যে ৯ দফা দাবি তুলে ধরা হয়েছে, তা হলো—

১. রাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল দ্রুত ঘোষণা।
২. পূর্ণাঙ্গ আবাসিকতা বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা।
৩. পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন এবং খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিত করা।
৪. ক্যাম্পাসে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা।
৫. বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রকে ৫০ শয্যার মেডিকেল সেন্টার হিসেবে কার্যকর করা।
৬. প্রশাসনিক কার্যক্রম ডিজিটাল এবং অনলাইনভিত্তিক (ক্যাশলেস) করা।
৭. হলের খাবারে পর্যাপ্ত ভর্তুকি নিশ্চিত করা।
৮. কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার।
৯. টিএসসিসি (TSC-C) কার্যকর করা।

সংগঠনের প্রধান সংগঠক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মৌলিক আকাঙ্ক্ষাগুলো আজও পূরণ হয়নি। আমরা আশা করি প্রশাসন ২০ থেকে ২৮ জুনের মধ্যে দাবি মেনে নেবে; না হলে আন্দোলন আরও তীব্র হবে।”

রাবি শিক্ষার্থীরা রাকসু নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি এবং আবাসিক ব্যবস্থা সংস্কারের মধ্য দিয়ে একটি ছাত্রবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে চায়। প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তই নির্ধারণ করবে আন্দোলনের ভবিষ্যৎ গতি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন