Ridge Bangla

“আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ জাতি” — শবনম ফারিয়া

জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া জানিয়েছেন, তিনি আর বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করবেন না। কারণ হিসেবে তিনি বলেন, “জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া ও নির্লজ্জ। আমরা কখনোই ভালো হবো না।” বৃহস্পতিবার (১৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।

স্ট্যাটাসে শবনম ফারিয়া লেখেন, “যত আন্দোলনই হোক, সরকার পরিবর্তন হোক কিংবা শান্তিতে নোবেলজয়ী কেউ আসুক, বাংলাদেশের মানুষ চুরি আর দুর্নীতি থেকে বিরত হবে না। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, ক্ষমতা পেলে সবাই সেটা অপব্যবহার করে।”

তিনি আরও বলেন, “পৃথিবীর সব মানুষ টাকার কাছে তাদের নৈতিকতা বিক্রি করে না। অনেকেই আছেন, যারা স্রোতের বিপরীতেও যেতে পারেন, রিস্ক নিতে পারেন।”

জুলাইয়ের আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় একটি ঘটনার উল্লেখ করে তিনি জানান, তখন কয়েকজন তারকার কাছে মেট্রোরেল ও বিটিভিতে অগ্নিসংযোগের প্রতিবাদে ভিডিও করতে অনুরোধ করা হয়েছিল। ফারিয়া বলেন, “আমি প্রথমে সময় চাই। পরে জানতে পারি সিয়াম আহমেদ ‘না’ বলেছে, তখন আমিও সাহস পাই এবং ভিডিও না করার সিদ্ধান্ত নিই।”

তিনি আরও লেখেন, “আমি এসব নিয়ে গল্প করি না, কারণ রাজনৈতিকভাবে জড়িত নই, ভবিষ্যতেও ইচ্ছা নেই। কিন্তু যখন দেখি কেউ ‘ডলার খাওয়া তারকা’ বলে মিথ্যা গল্প ছড়ায়, তখন শুধু হাসিই পায়।”

শবনম ফারিয়া বলেন, “জুলাইয়ের সময় অনেক আওয়ামী লীগ সমর্থকও প্রতিবাদে অংশ নিয়েছিল। কারণ, তখন মানুষ হয়ে কেউ হত্যার প্রতিবাদ না করে থাকতে পারতেন না।”

সবশেষে কৌতুক করে তিনি লেখেন, “আসলে যদি ডলার পেতাম, ভালোই হতো। শ্রীলঙ্কা যাওয়ার আগে ২৫,৩০০ টাকা দিয়ে ২০০ ডলার এন্ডোর্স করতে খুবই কষ্ট হয়েছে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন