Ridge Bangla

শাকিব খান ও মধুমিতা সরকারকে নিয়ে গুঞ্জন

ঢালিউডের সুপারস্টার শাকিব খান মানেই আলোচনার কেন্দ্রবিন্দু। একটি সিনেমা প্রেক্ষাগৃহে চলার মধ্যেই তার পরবর্তী প্রজেক্ট ঘিরে শুরু হয়ে যায় গুঞ্জনের বন্যা। সম্প্রতি মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ছবির রেশ কাটতে না কাটতেই গুঞ্জন শুরু হয়েছে—শাকিব এবার জুটি বাঁধছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার-এর সঙ্গে।

এই জল্পনার মূল সূত্র পরিচালক মেহেদী হাসান হৃদয়, যিনি শাকিব খানের সর্বশেষ হিট ছবি ‘বরবাদ’-এর নির্মাতা। জানা গেছে, তিনি আগামী ঈদুল ফিতর উপলক্ষে শাকিব খানকে নিয়ে একটি নতুন সিনেমার পরিকল্পনা করছেন। গুঞ্জন উঠেছে, সেই ছবির নায়িকা হিসেবে বিবেচনায় আছেন মধুমিতা।

তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন পরিচালক হৃদয়। তিনি ঢাকা মেইলকে বলেন, “একটি কাজ শুরু করার আগে অনেক নাম নিয়ে ভাবা হয়। কিন্তু কাস্ট ফাইনাল না হওয়া পর্যন্ত কিছু বলা উচিত নয়। মধুমিতার বিষয়টিও এখনো চূড়ান্ত হয়নি, তাই নিশ্চিত করে কিছু বলতে পারছি না।”

শাকিব খানের ক্যারিয়ারে ‘বরবাদ’ ছবিটি একটি সফল মাইলফলক হয়ে উঠেছে। বক্স অফিসে সফল এই ছবির পর পরিচালক হৃদয়ের সঙ্গে তার সম্ভাব্য পুনর্মিলন নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েছে।

এদিকে বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। আরও রয়েছেন জয়া আহসান, ডা. এজাজ, রোজী সিদ্দিকী ও এফএস নাঈম। ছবিটি দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

তবে শাকিব-মধুমিতা জুটি আদৌ বাস্তবায়িত হবে কিনা, তা জানতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন