Ridge Bangla

১২০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন আমির খান

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান সাম্প্রতিক বছরগুলোতে বক্স অফিসে খুব একটা সফলতা পাননি। বিশেষ করে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’ ছবির ব্যর্থতা তাকে মানসিকভাবে বেশ ভেঙে দেয়। এরপরই তিনি চলচ্চিত্র থেকে সাময়িক বিরতিতে যান। তবে অনুরাগীদের চাপে আবার ফিরেছেন নতুন ছবি ‘সিতারে জমিন পর’ নিয়ে, যা মুক্তি পাবে ২০ জুন।

এই ছবির মুক্তির আগে এক ওটিটি প্ল্যাটফর্ম থেকে আমির খানকে দেওয়া হয়েছিল ১২০ কোটি টাকার বিশাল প্রস্তাব। প্রস্তাব ছিল—ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি না দিয়ে সরাসরি ওটিটিতে প্রকাশ করলে তারা স্বত্ব কিনে নেবে। কিন্তু সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন আমির খান। তার বক্তব্য, “এই ছবিটি বড় পর্দার জন্য তৈরি। আমি চাই দর্শক হলে বসে একসঙ্গে ছবিটি দেখুক, অনুভব করুক।”

তিনি আরও জানান, ছবিটি প্রথমে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং মুক্তির আট সপ্তাহ পর ওটিটিতে আসবে। এরপর নির্দিষ্ট ফি দিয়ে ইউটিউবেও দেখা যাবে।

‘সিতারে জমিন পর’-এ ‘তারে জমিন পর’ (২০০৭) ছবির ছায়া রয়েছে বলে জানানো হয়েছে। ওই ছবিতে আমির এক বিশেষভাবে সক্ষম শিশুর শিক্ষক হিসেবে অভিনয় করেছিলেন এবং তা ব্যাপক প্রশংসিত হয়েছিল। নতুন ছবিটিও সমাজের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইস্যু ঘিরে নির্মিত, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে বলেই মনে করছেন চলচ্চিত্রপ্রেমীরা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন