গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পান। ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “জামিনে মুক্ত হয়ে সন্ধ্যা ৭টার দিকে কৌশিক হোসেন তাপস কারাগার ত্যাগ করেন।”
সংগীতাঙ্গনের সুপরিচিত এই ব্যক্তিত্ব গানবাংলা টেলিভিশনের প্রতিষ্ঠাতা এবং আন্তর্জাতিক খ্যাতি পাওয়া ‘উইন্ড অব চেঞ্জ’ মিউজিক প্রজেক্টের প্রযোজক হিসেবে পরিচিত। সম্প্রতি একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়, যার কারণে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। মামলার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ হয়নি, তবে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আদালতে জামিনের আবেদন করলে তা মঞ্জুর হয় এবং আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তিনি কারাগার থেকে মুক্তি পান। তার মুক্তির খবরে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সংস্কৃতি অঙ্গনের অনেকে স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা করছেন, তাপস খুব শিগগিরই আবারও সৃজনশীল ও সংগীতভিত্তিক কর্মকাণ্ডে ফিরে আসবেন।