ধর্ষণ মামলার বাদী ইডেন কলেজের এক সাবেক ছাত্রীকে কেন্দ্রীয় কারাগারেই বিয়ে করেছেন গায়ক মাঈনুল আহসান নোবেল। বৃহস্পতিবার (১৯ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে এই বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।
এর আগে, নোবেলের আবেদনের প্রেক্ষিতে বুধবার (১৮ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার কারাগারে বিয়ের অনুমতি দেন। এরপর উভয় পরিবারের স্বজনদের উপস্থিতিতে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান ও মো. সাদেক উল্লাহ ভূইয়া।
গত ২০ মে গায়িকা নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইডেন কলেজের এক সাবেক ছাত্রীকে সাত মাস আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং একাধিকবার ধর্ষণ করেন। ওই অভিযোগের ভিত্তিতে ১৯ মে ধানমন্ডি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন বাদী।
নোবেলের আইনজীবী দাবি করেন, অভিযোগকারিনী আসলে নোবেলের স্ত্রী। তবে গ্রেপ্তারের সময় তারা কোনো বৈধ বিয়ের প্রমাণপত্র (কাবিননামা) আদালতে জমা দিতে পারেননি। বর্তমানে কারাগারে এই আনুষ্ঠানিক বিয়ের মাধ্যমে মামলাটি নতুন মোড় নিয়েছে।
তবে মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।