Ridge Bangla

পুলিশের অভিযানে আদাবর ও মোহাম্মদপুরে ২৭ জন গ্রেপ্তার

রাজধানীর আদাবর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযানে ডাকাতি, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকা থেকে ১৮ জন এবং আদাবর থানার শ্যামলী হাউজিং প্রকল্প-২, সুনিবিড় হাউজিং ও শেখেরটেক এলাকা থেকে ৯ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) দিনব্যাপী এই অভিযান চালানো হয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার হওয়া ১৮ জনের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে ধরা পড়েছেন ৪ জন, পরোয়ানাভুক্ত আসামি ৪ জন, মাদক মামলায় ৭ জন, খুনের মামলায় ১ জন এবং ঢাকা মহানগর পুলিশের অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগে ২ জন রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা এবং ১০৮টি ট্যাপেনটাডোল জাতীয় মাদক।

মোহাম্মদপুরে গ্রেপ্তারকৃতরা হলেন: রিয়াজ (৩২), বিল্লাল (৩৫), সাব্বির (৩৫), কাশেম (২৩), শিশু (৪২), শাকিল (২১), আব্দুর রহমান (২১), সুজন (২৪), রতন (২২), আরিফ (৩০), সারোয়ার (২৮), জিহাদ (২৩), মেহেদী (৩০), মহিউদ্দিন (৩০), রানা (২৪), হিরা (২৭), হাসিবুর রহমান (২৫) এবং প্রিয়াঙ্কা (২৫)।

অন্যদিকে আদাবর থানা থেকে গ্রেপ্তার হওয়া ৯ জনের মধ্যে ৩ জন ছিনতাইকারী, একজন পরোয়ানাভুক্ত আসামি এবং ডিএমপি অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগে ২ জন ও বাকি ৩ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

আদাবরে গ্রেপ্তাররা হলেন: সরোয়ার (২৬), স্বপন খাঁ (২৬), মো. সাজু (২২), শাওন (৩৯), রাব্বী (২১), রিংকু (২০), সবুজ (২০), রকি হোসেন (২৬) এবং প্রদীপ (২৮)।

পুলিশ জানায়, অভিযান চলমান থাকবে এবং অপরাধ দমনে এমন তৎপরতা আরও জোরদার করা হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন