Ridge Bangla

সারা দেশে পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৫৫৬ জন

গত বৃহস্পতিবার (১৯ জুন) রাত থেকে গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত সারা দেশে ব্যাপক অভিযানে মোট ১,৫৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১,০২৯ জন বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছিলেন। বাকি ৫২৭ জনকে অন্যান্য অভিযোগে গ্রেপ্তার করা হয়।

পুলিশি অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও সরঞ্জামও উদ্ধার হয়েছে। এসবের মধ্যে রয়েছে:

  • দুটি দেশীয় ওয়ান শটগান

  • একটি ছুরি

  • পাঁচটি চায়নিজ রাইফেলের কার্তুজ

  • একটি লোহার হাতুড়ি

  • দুটি দেশীয় অস্ত্র

  • চারটি মোবাইল ফোন

  • তিনটি দা

  • দুটি লোহার ছুরি

  • তিনটি থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি

  • একটি বার্মিজ চাকু

  • নয়টি শটগানের তাজা গুলি

  • চারটি গুলির খোসা

এর আগের ২৪ ঘণ্টায়ও (বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত) দেশে গ্রেপ্তার করা হয়েছিল ১,৭৮২ জনকে। ধারাবাহিক এই অভিযানকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন