Ridge Bangla

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে কোটি টাকা মূল্যের জাল জব্দ

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২ কোটি ৭ লাখ ৬৬ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২২ জুন) বিকেলে শুরু হয়ে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে পৌর বাজার এলাকার একাধিক দোকানে হানা দেওয়া হয়।

৪৭ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানিয়েছেন, অভিযান শেষে ১৩ হাজার ৮৪৪ কেজি অবৈধ জাল জব্দ করা হয় এবং রাত সাড়ে ১২টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়। জব্দকৃত জালসমূহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা মৎস্য কর্মকর্তা এবং বিজিবি সদস্যদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী বলেন, “সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তি এ ধরনের অবৈধ জাল ব্যবহার করে খাল-বিল ও নদী-নালার মাছের রেনু থেকে বড় মাছ পর্যন্ত নিধন করছে। এতে প্রাকৃতিক মৎস্যসম্পদের মারাত্মক ক্ষতি হচ্ছে।” তিনি আরও জানান, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

এই অভিযানে বিজিবির পাশাপাশি জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানে কারও বিরুদ্ধে সরাসরি মামলা না হলেও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো নজরদারির আওতায় আনা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন