বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ যেন জীবনের এক নতুন বাঁকে এসে দাঁড়িয়েছেন। ‘হাউসফুল ফাইভ’-এর ব্যস্ত শিডিউলের মাঝেই তিনি হঠাৎই হাঁটছেন এক ভিন্ন পথে—আধ্যাত্মিকতার সন্ধানে। সাম্প্রতিক সময়ে আলোচিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে বারবার শিরোনামে এলেও এবার তিনি যেন পার্থিব মোহ ও প্রলোভনের ঊর্ধ্বে নিজেকে স্থাপন করতে চেয়েছেন।
প্রসঙ্গত, সুকেশ বর্তমানে আর্থিক জালিয়াতির মামলায় কারাবন্দি থাকলেও জেল থেকে বসেই জ্যাকুলিনকে উপহার ও প্রাচুর্যে ভরিয়ে রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই প্রলোভন থেকে নিজেকে মুক্ত করে জ্যাকুলিন এবার বেছে নিয়েছেন আধ্যাত্মিকতার পথ।
এই লক্ষ্যেই তিনি মুম্বাই ছেড়ে পাড়ি জমান বেঙ্গালুরুতে, যোগ দেন বিশ্বখ্যাত আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের আশ্রমে। সেখানে তিনি শুধু গুরুদেবের সঙ্গে সাক্ষাৎই করেননি, কাটিয়েছেন সময়, নিয়েছেন আত্মিক শিক্ষা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিজ্ঞতার ছবি শেয়ার করে জ্যাকুলিন লেখেন, “আমার হৃদয় ভরে গেছে। গুরুদেব, আলোর পথ দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে চিরঋণী।”
ছবিতে দেখা যায়, জ্যাকুলিনের পরনে ছিল সাদামাটা গোলাপি সালোয়ার কামিজ। মেকআপের ঝলক কিংবা বলিউডি চাকচিক্য নয়—একটি শান্ত, আন্তরিক মুখাবয়ব যেন তার নতুন পথচলার প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
তিনি কেবল আধ্যাত্মিক শিক্ষা গ্রহণেই সীমাবদ্ধ থাকেননি। আশ্রমে সময় কাটিয়েছেন পশুদের সঙ্গে—বাছুর, ঘোড়া, হাতি, ষাঁড়ের সঙ্গে তুলেছেন ছবি। আশ্রমের শিক্ষার্থীদের সঙ্গেও সময় কাটিয়েছেন হাসিমুখে।
জ্যাকুলিনের এই পরিবর্তন ভক্তদের মাঝেও কৌতূহল ও প্রশংসার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, এভাবেই হয়তো তিনি খুঁজছেন জীবনের প্রকৃত অর্থ, শান্তি ও আত্মিক মুক্তির পথ।