Ridge Bangla

রবিবার থেকে খুলছে সব সরকারি অফিস

রবিবার থেকে খুলছে সব সরকারি অফিস

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে আগামীকাল রবিবার (৬ এপ্রিল) থেকে আবারও খুলে দেওয়া হচ্ছে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস।

ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গত ২৭ মার্চ বৃহস্পতিবার। এরপর ২৮ মার্চ (শুক্রবার) থেকে শুরু হয় দীর্ঘ ছুটি, যা চলেছে আজ শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত। এই দীর্ঘ ছুটির ফলে সরকারি চাকরিজীবীরা টানা নয় দিন ছুটিতে ছিলেন।

ঈদের ছুটির পরিকল্পনার অংশ হিসেবে ২০ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ৩ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে অতিরিক্ত এক দিনের ছুটি ঘোষণা করা হবে। ফলে ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল—এই পাঁচ দিন ছিল ঈদ উপলক্ষে ছুটি। এর সঙ্গে ২৮ মার্চ ও ৪, ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলে মোট নয় দিনের ছুটি দাঁড়ায়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব ছুটির বিস্তারিত উল্লেখ ছিল। এবার দীর্ঘ এই ছুটি শেষে আগামীকাল থেকে কর্মস্থলে ফিরছেন সরকারি চাকরিজীবীরা।

আরো পড়ুন