ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের ধারাবাহিক হামলাকে আন্তর্জাতিক আইনবিরোধী বলে অভিহিত করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক কঠোর বিবৃতি দিয়েছে। একইসঙ্গে তারা ইসরায়েলকে এসব ‘অবৈধ হামলা’ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। খবর সিএনএনের।
রাশিয়ার বিবৃতিতে বলা হয়, “ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের ধারাবাহিক ও তীব্র হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এগুলো শুধু ইরান নয়, গোটা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। এতে বিশ্ব এমন এক পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকিতে পড়তে পারে, যার পরিণাম ইসরায়েলসহ সব দেশের জন্য ভয়াবহ হতে পারে।”
রাশিয়ার দাবি, এসব পারমাণবিক স্থাপনা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তাই এদের ওপর হামলা চালানো আন্তর্জাতিক নিয়মনীতি এবং নিরাপত্তা কাঠামোর ওপর সরাসরি আঘাত।
রাশিয়া আরও বলেছে, “আমরা ইসরায়েলি নেতৃত্বের প্রতি জোর আহ্বান জানাই, এসব হামলা বন্ধ করুন এবং বৈশ্বিক আইন ও নিরাপত্তার প্রতি সম্মান দেখান। পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
বিবৃতিতে আরও বলা হয়, পশ্চিমা বিশ্বের কিছু দেশ বর্তমান সংকটময় পরিস্থিতিকে নিজেদের রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যদিও রাশিয়া কোনো দেশের নাম উল্লেখ করেনি, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এতে যুক্তরাষ্ট্র এবং এর ঘনিষ্ঠ মিত্রদের দিকেই ইঙ্গিত রয়েছে।
এদিকে, ইসরায়েলের “অপারেশন রাইজিং লায়ন” চালু হওয়ার পর রুশ কূটনীতিকরা একে “উদ্বেগজনক ও বিপজ্জনক” উল্লেখ করে বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনার এই ঢেউ আরও বড় সংঘাতের জন্ম দিতে পারে, যার প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।
রাশিয়ার এই বিবৃতি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিতে মস্কোর অবস্থান আরও স্পষ্ট করে তুলেছে।