Ridge Bangla

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা গ্রেপ্তার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় স্থানীয় বাসিন্দারা তাঁকে শনাক্ত করে আটক করেন এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, “সাবেক সিইসি নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

এর আগে একই দিন সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় নুরুল হুদা ছাড়াও আরও দুই সাবেক সিইসি—কাজী রকিবউদ্দীন আহমদ ও কাজী হাবিবুল আউয়াল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যসহ মোট ১৯ জন এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ভোটারদের সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে এবং নির্বাচন কমিশন ক্ষমতার অপব্যবহার করেছে।

এই অভিযোগের ভিত্তিতেই সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

তাঁর গ্রেপ্তারের খবরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা দীর্ঘদিন ধরেই এসব নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ হিসেবে চিহ্নিত করে আসছে এবং এবার সেই অভিযোগই আইনগতভাবে প্রমাণের পথে এগোচ্ছে।

আরো পড়ুন