Ridge Bangla

২১ দিনে রেমিট্যান্স এসেছে ২৪ হাজার কোটি টাকার বেশি

বাংলাদেশ রেমিট্যান্স

চলতি জুন মাসের প্রথম ২১ দিনে দেশের বৈদেশিক রেমিট্যান্স আয় দাঁড়িয়েছে ১৯৮ কোটি ৯০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৪৬৫ কোটি ১৯ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)। রোববার (২২ জুন) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সর্বাধিক রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে—১৩০ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪২ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২৫ কোটি ৫ লাখ ১০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকের স্থানীয় শাখাগুলোর মাধ্যমে এসেছে ৩৫ লাখ ৮০ হাজার ডলার।

ব্যাংকভিত্তিক হিসাবে দেখা যায়, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে—৩৩ কোটি ৭৪ লাখ ৩০ হাজার ডলার। এরপর রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, যার মাধ্যমে এসেছে ২৫ কোটি ৫ লাখ ১০ হাজার ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক—১৭ কোটি ২৩ লাখ ৯০ হাজার ডলার। এরপরের তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক (১১ কোটি ৮৬ লাখ ১০ হাজার ডলার) এবং রূপালী ব্যাংক (১০ কোটি ৮২ লাখ ৩০ হাজার ডলার)।

বিশ্লেষকদের মতে, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রবাসীদের দেশে টাকা পাঠানোর প্রবণতা বেড়েছে। ফলে জুন মাসের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি লক্ষ করা যাচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে সহায়ক হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন