যশোরের কোতয়ালী থানায় প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন এক তরুণী। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে ওই তরুণী থানায় মামলা করেন, যেখানে প্রেমিক ও তার এক বন্ধুকে আসামি করা হয়েছে।
মামলার প্রধান আসামি শংকরপুর বটতলা মসজিদ এলাকার শাহাজানের ছেলে তাজ এবং তার বন্ধু আনন্দ, যিনি শংকরপুর নতুন বাস টার্মিনাল এলাকার বাসিন্দা।
এজাহারে অভিযোগ করা হয়, ঈদের দিন সন্ধ্যায় ঘুরতে যাওয়ার কথা বলে তাজ তরুণীকে ডেকে নিয়ে একটি তিনতলা ফ্ল্যাটে যান। সেখানকার পরিবেশে তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে ওই ফ্ল্যাটে একা রেখে তাজ সুযোগ নেন। এ সময় ফ্ল্যাটের বাইরে পাহারায় ছিলেন তার বন্ধু আনন্দ। তরুণী অভিযোগ করেছেন, ঘটনার সময় তিনি তন্দ্রাচ্ছন্ন ছিলেন এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় ছিলেন না। পরবর্তীতে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানালে, তাদের পরামর্শে থানায় মামলা করেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।