Ridge Bangla

রোববার ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আগামী রোববার (২২ জুন) নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২০ জুন) বিকেলে রাজধানীতে আয়োজিত দলীয় সাধারণ সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। একই সভায় দলের খসড়া গঠনতন্ত্রও অনুমোদন দেওয়া হয়।

দলটির নেতারা জানান, নিবন্ধনের শেষ দিনে তারা নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেবেন। খসড়া গঠনতন্ত্রে উল্লেখ করা হয়েছে, এনসিপির সভাপতি ও সাধারণ সম্পাদক জাতীয় কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন এবং কেউ একই পদে সর্বোচ্চ দুইবারের বেশি দায়িত্বে থাকতে পারবেন না।

গঠনতন্ত্র অনুযায়ী, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হবে ‘পলিটিক্যাল কাউন্সিল’, যেখানে মোট সদস্য থাকবেন ১৫ জন। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে সদস্য হবেন। পাশাপাশি তাদের মনোনীত দুইজন সদস্য ও জাতীয় কাউন্সিলের ভোটে নির্বাচিত ১১ জন সদস্য থাকবেন। নির্বাচিত সদস্যদের মধ্যে কমপক্ষে তিনজন নারী থাকা বাধ্যতামূলক।

দলটির নেতারা জানান, রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ নিশ্চিতকরণ এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠাই এনসিপির মূল লক্ষ্য। নিবন্ধন পেলে তারা জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন