ময়মনসিংহের ভালুকায় স্কুলব্যাগে করে ঢাকায় নেওয়ার সময় তিনটি মানব কঙ্কালসহ মাসুদ রানা (২২) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় এ ঘটনা ঘটে।
আটক মাসুদ রানা শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, মাসুদ ও তার এক সহযোগী তিনটি স্কুলব্যাগে কঙ্কাল বহন করে ঢাকাগামী একটি বাসে যাচ্ছিলেন। সেনাবাহিনীর চেকপোস্টে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বরত সদস্যরা তল্লাশি শুরু করেন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় মাসুদকে আটক করা সম্ভব হয়, তবে তার এক সহযোগী পালিয়ে যায়।
তল্লাশির সময় মাসুদের স্কুলব্যাগ থেকে তিনটি মানুষের মাথার খুলি ও শরীরের বিভিন্ন হাড় উদ্ধার করা হয়। পরে মাসুদ রানা ও কঙ্কালগুলো ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ কঙ্কালগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—এই কঙ্কালগুলোর উৎস কী এবং এই চক্রের পেছনে আর কারা জড়িত। পুলিশ জানিয়েছে, পলাতক সহযোগীকে আটকের চেষ্টা চলছে এবং পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।