বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার। শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের ফিরোজায় চেয়ারপার্সনের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর সহধর্মিণীও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা বৈঠকে রাজনৈতিক, কূটনৈতিক এবং পারস্পরিক সম্পর্ক বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এ সময় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, এই সাক্ষাৎ ছিল সম্পূর্ণ সৌজন্যভিত্তিক।
বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার তাঁর দায়িত্বকালীন সময়ে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও রাজনৈতিক পরিবেশ নিয়ে নিয়মিত মতবিনিময়ে সক্রিয় ভূমিকা রেখেছেন। সাক্ষাৎ শেষে খালেদা জিয়া জার্মান রাষ্ট্রদূতের অবদান এবং বাংলাদেশের জনগণের প্রতি তাঁর ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।