Ridge Bangla

৭ সেপ্টেম্বর এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচন

দেশের সর্বোচ্চ ব্যবসায়ী সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমে ২০২৫-২০২৬ এবং ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি এবং পরিচালক নির্বাচিত হবেন।

বুধবার (১৮ জুন) সংগঠনের মহাসচিব মো. আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন বোর্ড নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে বাণিজ্য সংগঠন আইন ২০২২ এবং নবপ্রণীত বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ অনুযায়ী।

নতুন বিধিমালায় পরিচালনা পর্ষদের আকার ৮০ জন থেকে কমিয়ে ৪৬ জন করা হয়েছে। এর মধ্যে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও দুইজন সহ-সভাপতি।

তফসিল অনুযায়ী:

  • ২ জুলাই বিকেল ৫টার মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোকে মনোনীত প্রতিনিধিদের তালিকা জমা দিতে হবে।

  • ১৮ জুলাই প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ।

  • ২৬ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।

  • ৮ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা।

  • ১৪ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।

  • ১৬ আগস্ট দুপুর ২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময়।

নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যবসায়ী মহলে উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই আশা করছেন, নতুন নেতৃত্ব দেশের বাণিজ্য ও শিল্পখাতে উদ্ভাবনী চিন্তা ও কার্যকর পরিবর্তন আনবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন