Ridge Bangla

শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ

sheikh hasina

ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই বৈঠকে দ্বিপাক্ষিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি জোরালোভাবে তোলা হয়। এ ছাড়া ভারতে বসে তিনি যে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন- তা-ও আলোচনায় উঠে আসে।

বৈঠকে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা, তিস্তা চুক্তির অগ্রগতি, গঙ্গার পানিবণ্টন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আরও নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী মোদির সঙ্গে অধ্যাপক ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলো, যা দুই দেশের মধ্যকার সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

আরো পড়ুন