Ridge Bangla

সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারের পর শামসুল আলমকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে, তবে এখনো নির্দিষ্ট কোনো মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ডিএমপির যুগ্ম কমিশনার জানান, বৃহস্পতিবারই শামসুল আলমকে আদালতে হাজির করা হবে। তিনি বলেন, “সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার আইনি প্রক্রিয়া অনুসারে আদালতে পাঠানো হচ্ছে।”

ড. শামসুল আলম ২০২১ সালের জুলাই মাসে টেকনোক্র্যাট কোটায় পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি দীর্ঘদিন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য এবং সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। কৃষি অর্থনীতির খ্যাতিমান এই বিশেষজ্ঞ ২০২০ সালে একুশে পদকে ভূষিত হন।

শামসুল আলমের গ্রেপ্তারকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হতে পারে। তবে এখনো সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন