Ridge Bangla

৩০ বছর পর দুই ডানহাতি ব্যাটার দিয়ে শ্রীলঙ্কার ওপেনিং

গলে বাংলাদেশের বিপক্ষে চলমান প্রথম টেস্টে শ্রীলঙ্কার হয়ে ওপেন করেছেন পাতুম নিসাঙ্কা ও লাহিরু উদারা। তারা দুইজনই ডানহাতি ব্যাটার। শ্রীলঙ্কান ক্রিকেটে দীর্ঘ ৩০ বছর পর এমন একটি ঘটনা ঘটল। গত ৩০ বছরে কখনও দুই ডানহাতি ব্যাটসম্যান একসঙ্গে ওপেনিংয়ে নামেননি।

এর আগে সর্বশেষ দুই ডানহাতি ব্যাটার হিসেবে ওপেন করেছিলেন রোশন মহানামা ও চন্ডিকা হাথুরুসিংহে, ১৯৯৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘বক্সিং ডে’ টেস্টে। ওই ম্যাচের পর কেটে গেছে প্রায় তিন দশক। এই সময়ের মধ্যে শ্রীলঙ্কা ২৬০টি টেস্ট খেলেছে এবং ব্যবহার করেছে ৫৫টি ভিন্ন উদ্বোধনী জুটি। তবে কোনো ম্যাচেই ওপেনিংয়ে একসঙ্গে দুই ডানহাতি ব্যাটার ছিলেন না।

সেই ধারার ব্যতিক্রম ঘটে আজ (১৯ জুন), যখন নিসাঙ্কা ও উদারা বাংলাদেশের বিপক্ষে ইনিংস শুরু করেন। এই জুটিতে আসে ৪৭ রান। অভিষিক্ত উদারা ২৯ রানে আউট হন তাইজুল ইসলামের বলে নিজেই ক্যাচ দিয়ে। তবে জীবন পাওয়া নিসাঙ্কা পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন