Ridge Bangla

মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেলো তিন বন্ধুর

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন তিন বন্ধু। বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিএসআরএম এলাকার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামের বাসিন্দা। তারা হলেন, আনিছ (২২), আরাফাত (১৮) ও রিয়াজ (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বন্ধু রেললাইনের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি ট্রেন হঠাৎ করে তাদের দিকে ধেয়ে এলে দুজন দ্রুত সরতে পারলেও বাকি তিনজন রক্ষা পাননি। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তারা।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তিনজনকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এরশাদ উল্লাহ জানান, হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে সেখানে পায়নি। পরে অনুসন্ধান করে জানা যায়, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে, যেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বন্ধুবান্ধব ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নিহতদের বাড়ি। দুর্ঘটনার সঠিক কারণ জানতে রেলওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, রেললাইনের পাশে অনিরাপদভাবে বসা কিংবা চলাফেরা বন্ধে প্রচারণা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা যায়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন