নওগাঁর বদলগাছী উপজেলায় সিএনজি ও মালবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর দেড়টার দিকে বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক সড়কের চকবনমালী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, একটি যাত্রীবাহী সিএনজি বদলগাছীর দিকে যাচ্ছিল। এ সময় জয়পুরহাটমুখী একটি মালবাহী ভটভটির সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী প্রাণ হারান।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানান ওসি আনিসুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, চকবনমালী এলাকায় সড়কটি কিছুটা সরু এবং বাঁক থাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণে না রাখলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। ধারণা করা হচ্ছে, উভয় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের ভিড় জমে যায়। কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনাপ্রবণ এই সড়কে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও দুর্ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।