স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘প্রধান উপদেষ্টার দরবার’ অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের জনসংযোগ ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রেখে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৮ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত এ আয়োজনে তিনি বলেন, “এসএসএফের দায়িত্ব অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নিরাপত্তা হুমকি দ্রুত পরিবর্তিত হচ্ছে, যা মোকাবিলা করা চ্যালেঞ্জিং হলেও বাহিনীটি তা দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছে।”
তিনি আরও জানান, ভিআইপি ফ্লাইট চলাকালে বিমানবন্দরে অন্যান্য ফ্লাইট এক ঘণ্টা বন্ধ রাখার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে, যাতে সাধারণ যাত্রীরা আর ভোগান্তির শিকার না হন। এটিকে তিনি জনসেবামূলক দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এসএসএফ নিয়মিতভাবে নিরাপত্তা ঝুঁকির মূল্যায়ন করবে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করবে। সেই সঙ্গে তিনি রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে পেশাদারিত্বে অটল থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে তিনি সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনী থেকে দক্ষ অফিসার প্রেরণের জন্য বাহিনীগুলোর প্রধানদের ধন্যবাদ জানান এবং বিশেষ প্রশিক্ষণে সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি এসএসএফ সদস্যদের সাহসিকতা, শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠার প্রশংসাও করেন।