Ridge Bangla

ভোটের সময় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকবে পুলিশ: ডিএমপি কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (১৮ জুন) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির মে মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, “জাতীয় স্বার্থে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে। শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” তিনি আরও বলেন, “ঢাকা মহানগর পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।”

সভায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, “জনগণকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পুলিশ সদস্যদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততা বজায় রাখতে হবে।” একই সঙ্গে তিনি ডিউটি পোস্টে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেন।

অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা এবং সম্ভাব্য নাশকতা রুখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন।

অতিরিক্ত কমিশনার (অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম মাঠ পর্যায়ে ওয়ারেন্ট তামিলে গতি আনার পাশাপাশি ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ করে সিআইএমএসে অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন। এছাড়া জুলাই আন্দোলনের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য তদন্তে গতি আনার তাগিদও দেন তিনি।

সভায় মে মাসের অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করেন যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন। এসময় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন