ফেনীর ছাগলনাইয়ার যশপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৮ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির ফেনী-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ছাগলনাইয়া উপজেলার যশপুর বিওপি সংলগ্ন মটুয়া সীমান্তের ২১৯১ নম্বর পিলারের পাশ দিয়ে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে ১ জন পুরুষ, ৭ জন নারী ও ৩ জন শিশুকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। বিজিবি তাৎক্ষণিকভাবে তাদের আটক করে।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলার বাসিন্দা। বেশ কয়েক বছর আগে তারা দালালদের মাধ্যমে চোরাপথে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানকার বাসাবাড়ি ও কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন তারা।
বিজিবি আরও জানায়, ভারত থেকে ফেরত পাঠানো এসব ব্যক্তিদের ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজিবির পক্ষ থেকে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানানো হয়। এই ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সীমান্তে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।