লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে বিপদগ্রস্ত ১২৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বুধবার (১৮ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তারা ত্রিপলীর মিতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। ফ্লাইটটি বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
ত্রিপলীস্থ বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাসের ধারাবাহিক ও নিবিড় প্রচেষ্টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় এসব অভিবাসীকে বিশেষ ফ্লাইটে ফেরত আনা হচ্ছে। উড়োজাহাজটি পরিচালনা করছে বুরাক এয়ার।
ফেরত আসা অভিবাসীরা ত্রিপলীসহ আশপাশের শহরগুলোতে অনিয়মিতভাবে বসবাস করছিলেন। তাদের মধ্যে ২৩ জন শারীরিকভাবে অসুস্থ বলে জানানো হয়েছে। বেশিরভাগেরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল কিংবা বৈধ কাগজপত্র ছিল না। ফলে তাদের জন্য নতুন পাসপোর্ট বা আউটপাস ইস্যু এবং বহির্গমন ভিসা (খুরুজ) সংগ্রহ করা ছিল একটি বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশ দূতাবাস জানায়, আইওএম-এর সহায়তায় এসব নাগরিকদের দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। দূতাবাস এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। ত্রিপলীতে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিকরা এই উদ্যোগকে একটি মানবিক ও জরুরি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন, যা অভিবাসী শ্রমিকদের দুর্দশা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।