Ridge Bangla

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে বাড়তে পারে আইফোনের দাম

iphone price

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে আইফোনসহ বিভিন্ন অ্যাপল পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা ধারণা করছেন, নতুন শুল্ক কার্যকর হলে আইফোনের দাম ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

বর্তমানে আইফোন ১৬ মডেলের সর্বনিম্ন দাম ৭৯৯ ডলার। শুল্ক বৃদ্ধির পর এই দাম বেড়ে প্রায় ১১৪২ ডলারে পৌঁছাতে পারে। একইভাবে, আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম ১৫৯৯ ডলার থেকে বেড়ে যেতে পারে ২৩০০ ডলারে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) অ্যাপলের শেয়ারবাজারে বড় ধরনের প্রভাব পড়ে। কোম্পানিটির শেয়ারমূল্য একদিনে ৯.৩ শতাংশ কমে যায়, যা ২০২০ সালের মার্চের পর সবচেয়ে বড় পতন।

অ্যাপলের অধিকাংশ আইফোন এখনও চীনে তৈরি হয়। নতুন শুল্ক নীতিতে চীনা পণ্যের ওপর শুল্কের হার ৫৪ শতাংশ পর্যন্ত নির্ধারিত হয়েছে। ফলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অ্যাপলকে হয় বাড়তি ব্যয় নিজে বহন করতে হবে, নয়তো তা গ্রাহকদের কাঁধে চাপিয়ে দিতে হবে।

আইফোন ১৬ মডেলটি ফেব্রুয়ারিতে তুলনামূলক কম দামে বাজারে ছাড়া হয়েছিল। বর্তমানে এটি ৫৯৯ ডলারে বিক্রি হচ্ছে। শুল্কের কারণে এর দাম বেড়ে ৮৫৬ ডলার হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, শুধু আইফোন নয়, অ্যাপলের অন্যান্য ডিভাইস, যেমন- ম্যাকবুক, আইপ্যাড, এয়ারপডসহ সব পণ্যের দামই উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

আরো পড়ুন