ঈদের ছুটিতে বন্ধ থাকা সরকারি অফিস যেন ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হচ্ছে। পাবনার ঈশ্বরদীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এক কর্মচারীর মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। পুরো অফিস চত্বর আলোকসজ্জায় সাজানো হয়, যা অনেকটা কমিউনিটি সেন্টারের মতো মনে হয়।
জানা গেছে, চতুর্থ শ্রেণির কর্মচারী জিল্লুর রহমান তার মেয়ের গায়ে হলুদ ও বিয়ের আয়োজন করেছেন এই সরকারি অফিস প্রাঙ্গণে। অনুষ্ঠান হয়েছে গত কয়েক দিন ধরে।
স্থানীয়দের অনেকেই সরকারি স্থাপনা এভাবে ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়টি ভালোভাবে নেননি। তাদের মতে, সরকারি অফিস সাধারণ মানুষের সেবা দেওয়ার জন্য, ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য নয়।
জিল্লুর রহমানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অনুমতি নিয়েই অফিস চত্বর ব্যবহার করা হয়েছে। তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন বলেন, শুধু বাহিরের একটি অংশ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। অফিস কক্ষ খোলার বিষয়টি তার জানা নেই।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এস মোশাররফ হোসেন জানান, সরকারি অফিস কোনোভাবেই ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য ব্যবহার করার নিয়ম নেই। এটি রাষ্ট্রীয় সম্পত্তি এবং শুধুমাত্র জনস্বার্থে ব্যবহারের কথা বলা আছে।