Ridge Bangla

ইরান-ইউরোপ কূটনৈতিক আলোচনা ভেস্তে গেল জেনেভায়

জেনেভায় ইরান ও ইউরোপের শীর্ষ কূটনীতিকদের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী বৈঠক কোনো কার্যকর ফলাফল আনতে পারেনি। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এই বৈঠকে অংশ নেন।

বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি চলমান পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে কূটনৈতিক অগ্রগতির মাধ্যমে সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।

তবে আলোচনা শেষে ইরানের পক্ষ থেকে হতাশা প্রকাশ করা হয়। আরাঘচি বলেন, “ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে এবং তাদের নৃশংস অপরাধের জন্য জবাবদিহি নিশ্চিত না করলে, ইরান কূটনৈতিক পথে আসবে না।” তিনি জোর দিয়ে বলেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং দেশটি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেই থাকবে।

ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললে আরাঘচি আরও বলেন, “এটি আমাদের সার্বভৌম অধিকার এবং কোনোভাবেই আলোচনার বিষয় নয়।”

এই অবস্থায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক সম্প্রদায়। ইরান-ইসরায়েল সংঘাতের অষ্টম দিনে প্রবেশ করলেও এখনো কোনো রাজনৈতিক সমাধানের অগ্রগতি দেখা যাচ্ছে না। দুই দেশেই বেড়েই চলেছে হতাহতের সংখ্যা।

বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এ ধরনের অচলাবস্থা অব্যাহত থাকলে সংঘাতটি বৃহৎ আকারে গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

আরো পড়ুন