Ridge Bangla

ময়মনসিংহে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৫, বাসে আগুন

ময়মনসিংহের ফুলপুরে বাস ও মাহেন্দ্র অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের কুরিয়ারব্রিজ সংলগ্ন ইন্দিরাপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি দ্রুতগতির বাসের সঙ্গে বিপরীতমুখী ফুলপুর থেকে হালুয়াঘাটগামী মাহেন্দ্র অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে মাহেন্দ্রতে থাকা পাঁচ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। দুর্ঘটনার খবর পেয়ে ফুলপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহত অবস্থায় আরও পাঁচজনকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়, এতে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিহতদের মরদেহ থানায় নেওয়া হয়েছে এবং পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন