Ridge Bangla

পরমাণু ইস্যুতে ‘রেড লাইন’ জানিয়ে দিল ইরান

পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের প্রতি কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটি কিছু ‘রেড লাইন’ নির্ধারণ করেছে, যা উপেক্ষা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের ইরান বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শাহরাম আকবারজাদেহ।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক আকবারজাদেহ জানান, ইরান কূটনৈতিক সমঝোতার পক্ষে রয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষকদের সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। তবে তারা স্পষ্ট করে দিয়েছে, তাদের পরমাণু প্রকল্প কখনোই সামরিক বা অস্ত্র তৈরির উদ্দেশ্যে ব্যবহৃত হবে না।

এই অবস্থানে ইরানের প্রথম ‘রেড লাইন’ হলো—পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের বিনিময়ে পশ্চিমা বিশ্বের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার। অধ্যাপক আকবারজাদেহ বলেন, “এই শর্ত মেনে নেওয়া হলে এখনই কূটনৈতিক সমাধান সম্ভব।”

দ্বিতীয় রেড লাইনটি আরও শক্ত অবস্থানের ইঙ্গিত দেয়। ইরান পরিষ্কারভাবে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের ‘গুন্ডামি’র কাছে নতিস্বীকার করবে না। সর্বোচ্চ নেতা হত্যার হুমকি বা সামরিক চাপে তারা মাথানত করবে না—এমন মনোভাবকেই তারা ‘সম্মানের পথ’ বলে বিবেচনা করছে।

তিনি আরও বলেন, “ভয় দেখিয়ে ইরানকে দমন করা যাবে না। ইরানি জনগণ ও নেতৃত্ব আপস নয়, বরং মর্যাদাপূর্ণ অবস্থানকেই অগ্রাধিকার দেবে।”

বিশ্লেষকদের মতে, ইরানের এই রেড লাইনগুলো কূটনৈতিক সমাধানের পথ তৈরি করতে পারে—যদি দুই পক্ষ পারস্পরিক সম্মান ও দায়িত্বশীলতা বজায় রাখে। তবে এসব শর্ত উপেক্ষা করা হলে পরিস্থিতি আরও সংঘাতময় এবং দীর্ঘমেয়াদি উত্তেজনার দিকে ধাবিত হতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন