বৃহস্পতিবার, ৪ এপ্রিল, এয়ার ফোর্স ওয়ানে ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের ভিসা চালুর ঘটনা এই প্রথম। গোল্ড কার্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অভিজাত শ্রেণির স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে।
এই বিশেষ ভিসাটি পেতে একজন আবেদনকারীকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করতে হবে। এটি ঐতিহ্যবাহী গ্রিন কার্ডের একটি বিলাসবহুল সংস্করণ হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাম্প জানান, কার্ডের মাধ্যমে পাওয়া সুবিধা ও সুযোগ অনেক বেশি এবং এটি দুই সপ্তাহের মধ্যেই পাওয়া সম্ভব হতে পারে।
কার্ডটির একটি প্রোটোটাইপ প্রদর্শন করা হয়, যেখানে ট্রাম্পের মুখমণ্ডল এবং “দ্য ট্রাম্প কার্ড” লেখা রয়েছে। ট্রাম্প বলেন, এই কার্ড বিক্রির মাধ্যমে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তা জাতীয় ঘাটতি কমাতেও সহায়ক হবে।
হোয়াইট হাউস আশা করছে, প্রায় দশ লাখ ‘গোল্ড কার্ড’ বিক্রি সম্ভব হবে। ধারণা করা হচ্ছে, রাশিয়ার ধনী ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা এই কার্ডের জন্য আগ্রহী হতে পারেন।
প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন অভিবাসন বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে এবং ইতিমধ্যেই লাখ লাখ অনিবন্ধিত অভিবাসীকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে।