দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার পান্থপথ সেল সেন্টার মিলনায়তনে আয়োজিত এ সভায় অংশ নেন দেশের বিশিষ্ট নাগরিক, সাবেক বিচারক, মুক্তিযোদ্ধা এবং সমাজকর্মীরা।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, “৫২, ৬৯, ৭১ এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তে গড়া বাংলাদেশে জাতীয় বেইমান, লুটেরা আমলা, ব্যবসায়ী দুর্বৃত্ত ও রাজনৈতিক দুর্বৃত্তদের রক্ষার যে কোনো আপস জনগণ মেনে নেবে না।” তিনি আরও বলেন, “দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির ১১ দফা সুপারিশ বাস্তবায়ন ছাড়া স্থানীয় ও জাতীয় নির্বাচন দেশের ৮৭ শতাংশ জনগণ কখনোই গ্রহণ করবে না।”
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও ঢাকার সাবেক জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, সাবেক বিচারপতি ড. মো. আবু তারিক, বিচারপতি ইমদাদুল হক আজাদ, আন্তর্জাতিক বিচারক ড. মো. শাহজাহান সাজু, প্রকৌশলী আব্দুল আউয়াল, অবসরপ্রাপ্ত কর্নেল ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. সৈয়দ মো. শামছুদ্দিন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের ব্রিগেডিয়ার জেনারেল শামস এ খান, শহীদ আসাদের সহোদর ড. আজিজুল্লাহ এম নুরুজ্জামান নূর, উইং কমান্ডার (অব.) মীর আমিনুল ইসলাম, গেরিলা কমান্ডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, পারভীন নাসের খান ভাসানী, নাগরিক ভাবনার আহ্বায়ক হাবিবুর রহমান এবং সাবেক রাষ্ট্রদূত ড. রফিকুল ইসলাম।