Ridge Bangla

আজ উপদেষ্টা পরিষদে অনুমোদন পাচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট আজ রোববার (২৩ জুন) আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাচ্ছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাজেট অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হবে।

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এবারের বাজেট উপস্থাপিত হয়েছে সংসদের বাইরে থেকে। গত ২ জুন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বাজেট উপস্থাপন করেন। এরপর ১৯ জুন পর্যন্ত জনমত গ্রহণের মাধ্যমে বাজেটের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা চলে এবং কিছু সংশোধনী যুক্ত করে তা উপস্থাপন করা হয়েছে আজকের সভায়।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বরাদ্দ কাঠামোয় বড় কোনো পরিবর্তন না আসলেও কর ও শুল্ক কাঠামোয় কিছু পরিবর্তন আসছে। বিশেষ করে অপ্রদর্শিত অর্থে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনার সুযোগ বাতিলের সুপারিশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে আয়কর আইনের ১৯(বি) ধারায় জরিমানা দিয়ে সম্পদ ঘোষণার সুযোগ বজায় রাখা হয়েছে।

এছাড়া, সোলার প্যানেল আমদানিতে শুল্ক কমিয়ে ১ শতাংশ করা, হার্টের রিং ও চোখের লেন্সে আমদানি শুল্ক এবং আগাম কর প্রত্যাহারের প্রস্তাব থাকছে এই বাজেটে।

বাজেট অনুমোদনের পরই দুটি অধ্যাদেশ জারি করা হবে—একটি বরাদ্দসংক্রান্ত, অন্যটি শুল্ক-কর সংশোধনী। এ অধ্যাদেশের মাধ্যমেই শুরু হবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবায়ন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন