যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে মার্কিন পণ্য বয়কটের হিড়িক পড়েছে। বুধবার (২ এপ্রিল) ইউরোপীয় পণ্যের ওপর অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক আরোপের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বয়কট ক্যাম্পেইন শুরু হয়েছে।
ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ডেনমার্ক, সুইডেন ও ফ্রান্সের বিভিন্ন সুপারশপে মার্কিন পণ্য বয়কটের দৃশ্য ধরা পড়েছে। এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। ‘গো ইউরোপিয়ান’ নামের একটি ওয়েবসাইট চালু হয়েছে, যেখানে বিকল্প ইউরোপীয় পণ্যের তালিকা প্রকাশ করা হচ্ছে, যাতে মার্কিন পণ্যের পরিবর্তে স্থানীয় পণ্য বেছে নেওয়া যায়।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ইউরোপকে কোণঠাসা করতে চাইছে। এর প্রতিক্রিয়ায় ইউরোপীয় জনগণও নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে মার্কিন পণ্য বর্জন। জার্মান অর্থমন্ত্রী রবার্ট হাবেক বলেন, “ট্রাম্পের এই সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্যকে হুমকির মুখে ফেলবে। এটি মুক্ত বাণিজ্য নীতির পরিসমাপ্তির দিকে নিয়ে যাবে।”
সুইডেন ও ডেনমার্কে কোকাকোলা, প্রিংগলস এবং বিনোদন মাধ্যম নেটফ্লিক্সের মতো মার্কিন পণ্য বয়কটের ডাক উঠেছে। ফ্রান্স দ্রুত ইউরোপীয় কমিশনকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে, ট্রাম্পের সিদ্ধান্তের কূটনৈতিক মোকাবিলায়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডেয়ার লিয়ন এক প্রতিক্রিয়ায় বলেন, “এই সিদ্ধান্ত শুধু ইউরোপ নয়, সারা বিশ্বের বাণিজ্য ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি করবে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে ইউরোপীয় ইউনিয়নও পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত।”
উল্লেখ্য, ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র থেকে ৩৬৫.৬ বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে, আর যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে ৫৬৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্য।