শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশ থেকে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা নাগরিককে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। এ তথ্য নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।
২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ছয়টি ধাপে প্রায় আট লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমার সরকারের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। এসব তালিকা থেকে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গার পরিচয় যাচাই সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া আরও ৭০ হাজার রোহিঙ্গার যাচাই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে, যা সম্পন্ন হলে তাদের নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আয়োজিত এক বৈঠকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রতিনিধি ড. খলিলুর রহমানকে আশ্বস্ত করেন, মূল তালিকায় থাকা প্রায় সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার তথ্য যাচাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া স্থবির হয়ে থাকলেও এবার নতুন করে আশার সঞ্চার হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।