ঢাকার মিরপুর থেকে সাভারগামী ‘ইতিহাস পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল চলন্ত বাসে উঠে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নেয়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ডাকাতির ঘটনায় বাসের চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।