Ridge Bangla

গণবিজ্ঞপ্তি না দিলেও নতুন নিয়মে শিক্ষক নিয়োগ সুপারিশ করবে এনটিআরসিএ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর গণবিজ্ঞপ্তি (মাস রিক্রুটমেন্ট নোটিস) প্রকাশ করবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। অর্থাৎ, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির পর আর ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে না। এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিই হবে নিয়োগ বিজ্ঞপ্তি।

রোববার (১৫ জুন) এনটিআরসিএ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তারা জানান, শিক্ষক নিবন্ধন ও নিয়োগ কার্যক্রমকে একত্রিত করে নতুন বিধিমালা তৈরি করা হচ্ছে। এতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমেই শিক্ষক নিবন্ধন ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

এনটিআরসিএর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী জানান, “শিক্ষক নিবন্ধনের একটি বিজ্ঞপ্তির মাধ্যমেই নিয়োগের বিষয়টি নিষ্পন্ন করার জন্য আমরা কাজ করছি। শিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে সম্মতি দিয়েছে। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।”

নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তির মাধ্যমে যাদের পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ করা হবে, তারাই সরাসরি নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হবেন। আর আলাদাভাবে গণবিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন পড়বে না।

বর্তমানে প্রস্তাবটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। অনুমোদনের পর এটি যাবে আইন মন্ত্রণালয়ে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন ও পরিপত্র জারি হলে নতুন নিয়ম কার্যকর হবে।

এনটিআরসিএ সূত্রে আরও জানা গেছে, প্রস্তাবিত নতুন বিধিমালায় ‘১৯তম শিক্ষক নিবন্ধন’ নামে কোনো পৃথক বিজ্ঞপ্তি থাকছে না। বরং বিসিএসের মতো সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্দিষ্ট সংখ্যক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণদের নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকেই প্রার্থীদের বয়স গণনা করা হবে।

আরো পড়ুন