তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা অভিনয় ক্যারিয়ারের শুরুতেই দর্শকপ্রিয়তায় নজর কাড়ছেন। এবারের ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত তার দুটি নাটক ইউটিউব ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নিয়েছে—একটি এক নম্বরে, অন্যটি আট নম্বরে। এতে করে নাট্যাঙ্গনে নিজের অবস্থান দৃঢ় করলেন এই উদীয়মান অভিনেত্রী।
ঈদের দিন রাতে মুক্তি পাওয়া নাটক ‘আশিকি’ ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউব ট্রেন্ডিংয়ে এক নম্বরে উঠে আসে। সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই রোমান্টিক নাটকে নিহার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। পরিচালনায় ছিলেন ইমরোশ শাওন। মুক্তির পর মাত্র কয়েক দিনের মধ্যেই নাটকটি ১ কোটি ভিউ অতিক্রম করে।
অন্যদিকে, ১০ জুন ‘ধূপছায়া এন্টারটেইনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নিহা অভিনীত আরেকটি নাটক ‘ঘ্রাণ’-ও দর্শকের দারুণ সাড়া পেয়েছে। মাশরিকুল আলম পরিচালিত এই নাটকে নিহার সঙ্গে ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। মুক্তির মাত্র দুই দিনের মাথায় নাটকটি প্রায় ৩০ লাখ ভিউ অর্জন করে। ঈদের নাটকগুলোর মধ্যে এটি চতুর্থ হলেও, ইউটিউবের সার্বিক ট্রেন্ডিং তালিকায় রয়েছে অষ্টম স্থানে।
এই সাফল্য নিয়ে নাজনীন নাহার নিহা বলেন, “আমি খুব বেশি কাজ করি না। কিন্তু দর্শক যে ভালোবাসা দিচ্ছেন, তা আমার জন্য দারুণ অনুপ্রেরণা। ‘আশিকি’ ও ‘ঘ্রাণ’ দেখে যারা সাড়া দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের ভালোবাসাই আমার পথচলার শক্তি।”
বিশ্লেষকদের মতে, এই অর্জন প্রমাণ করে—গুণগত অভিনয়, শক্তিশালী গল্প এবং আন্তরিক নির্মাণ এখনো দর্শকের হৃদয়ে সহজেই জায়গা করে নিতে পারে।