জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান নিউমোনিয়া থেকে সেরে উঠে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। গত ৯ জুন শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন।
আজ (১৪ জুন) জাহিদ হাসান জানান, “গত পরশু (১২ জুন) রাতে বাসায় ফিরেছি। এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছি। সবার দোয়া চাই, যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে আবার কাজে ফিরতে পারি।”
জানা যায়, কয়েকদিন আগে জাহিদ হাসানের শরীরে ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। প্রাথমিকভাবে বিষয়টি গুরুতর মনে না হলেও পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত করেন, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। এরপর চার দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
প্রসঙ্গত, এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। তানিম নূর পরিচালিত ছবিটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এবং ইতোমধ্যেই দর্শকের ভালোবাসা কুড়িয়েছে।
অভিনয় জীবন ছাড়াও ব্যক্তি জীবনেও অত্যন্ত জনপ্রিয় জাহিদ হাসানের হঠাৎ অসুস্থতার খবরে ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল। তবে এখন তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন—এতে স্বস্তি ফিরেছে সবার মধ্যে। প্রিয় এই অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা অব্যাহত রেখেছেন ভক্ত-অনুরাগীরা।