Ridge Bangla

সতর্কতা সত্ত্বেও ‘তাণ্ডব’ পাইরেসির শিকার, উদ্বেগে প্রযোজক ও নির্মাতা

ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সুপারস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘তাণ্ডব’ প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে। তারকাবহুল কাস্ট, চমৎকার নির্মাণ এবং আকর্ষণীয় গল্পের কারণে ছবিটি দেশের বিভিন্ন হলে এখনো হাউসফুল শো উপভোগ করছে। তবে এই সাফল্যের মাঝেই সিনেমাটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে—সম্পূর্ণ চলচ্চিত্রটি পাইরেসির শিকার হয়েছে।

প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার বিভিন্ন অংশের ছোট ছোট ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। এরপর সম্প্রতি পুরো চলচ্চিত্রটি অনলাইনে ফাঁস হয়ে যায়, যা ‘তাণ্ডব’-এর ভবিষ্যৎ ব্যবসায়িক সফলতার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

যদিও এখনো পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড কিংবা সহপ্রযোজক চরকি আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে এর আগেই প্রযোজক শাহরিয়ার শাকিল পাইরেসি প্রতিরোধে কড়া অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ৮ জুন এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, “পাইরেসি রোধে কোনো ছাড় দেওয়া হবে না। হলে বসে কেউ ভিডিও করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনলাইনে ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট আইডি বা পেজ ব্লক করা হবে।”

তিনি আরও বলেন, “আমরা যেসব সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি দিয়েছি, সেগুলো নজরদারির মধ্যে রয়েছে। পাইরেসি প্রমাণিত হলে হলে কর্তৃপক্ষকেও জবাবদিহি করতে হবে।”

এর আগেও ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘বরবাদ’ ছবিটি পাইরেসির শিকার হয়েছিল। সে ঘটনায় প্রযোজক দাবি করেছিলেন প্রায় চার কোটি টাকার আর্থিক ক্ষতির কথা।

সাম্প্রতিক ঘটনার পর শাকিব খান বলেন, “এ ধরনের ঘটনা দর্শকের আগ্রহ, প্রযোজকের সাহস এবং পুরো ইন্ডাস্ট্রির মনোবল ভেঙে দেয়।”

‘তাণ্ডব’ চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে আরও অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত। ছবিটি সহ-প্রযোজনা করেছে চরকি এবং সহযোগিতায় ছিল দীপ্ত টিভি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন