Ridge Bangla

প্রেমঘটিত বিতর্কে ১৭ কোটি টাকার ক্ষতিপূরণ মামলায় কিম সু হিউন

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা কিম সু হিউন ফের একবার আইনি জটিলতায় পড়েছেন। সাবেক প্রেমিকা কিম সে রনের সঙ্গে সম্পর্ক সংক্রান্ত বিতর্কের কারণে বিজ্ঞাপনী সংস্থা ‘কুকু ইলেকট্রনিকস’ তাঁর বিরুদ্ধে প্রায় ১৭ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে। সংস্থাটির দাবি, ব্যক্তিগত কেলেঙ্কারির কারণে তাদের ব্র্যান্ড ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চুক্তি ভঙ্গ হয়েছে।

প্রায় এক দশক ধরে কিম সু হিউনের সঙ্গে কাজ করে আসছিল কুকু ইলেকট্রনিকস। প্রতিষ্ঠানটি প্রথমে ২ মে ৮.৫ কোটি কোরিয়ান ওন ক্ষতিপূরণের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়। এর আগেই, ২৪ এপ্রিল কিমের ব্যাংক হিসাব ও সম্পদ বাজেয়াপ্তের আবেদন করে, যা ২০ মে অনুমোদন করে সিউল পূর্বাঞ্চলীয় জেলা আদালত। বর্তমানে পুরো মামলাটি বিচারাধীন রয়েছে সিউল সেন্ট্রাল জেলা আদালতের ২২ নম্বর দেওয়ানি বিভাগে।

মামলায় কিম সু হিউন ছাড়াও তাঁর ব্যবস্থাপনা সংস্থা গোল্ডমেডালিস্ট, কুকু হোমসিস ও কুকু হোল্ডিংসকেও অভিযুক্ত করা হয়েছে।

বিতর্কের কেন্দ্রে রয়েছে কিম সু হিউন ও কিম সে রনের পূর্ব সম্পর্ক। কিম সে রনের পরিবারের অভিযোগ, কিম ২০১৫ সাল থেকে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন, তখন কিম সে রনের বয়স মাত্র ১৫ বছর। যদিও কিম সু হিউন এ অভিযোগ বারবার অস্বীকার করে আসছেন।

তবুও, এই বিতর্ক ঘিরে জনমত বিভক্ত হয়ে পড়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ব্র্যান্ড কিমের সঙ্গে চুক্তি বাতিল করেছে। বিনোদন বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি কিম সু হিউনের ক্যারিয়ারে বড় ধাক্কা হতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন